Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
হাকিমপুরঃ একটি বাণিজ্যিক ভার্মিকম্পোষ্ট গ্রাম
ছবি
ডাউনলোড

হাকিমপুরঃ একটি বাণিজ্যিক ভার্মিকম্পোষ্ট গ্রাম

 

         হাকিমপুর একটি কৃষি সমৃদ্ধ গ্রাম যা দন্ডপাল ইউনিয়ন পরিষদ এর অন্তর্ভুক্ত। এখানে ধান,গম,আলু,বাদাম, সরিষা, ভুট্রাসহ নানা ফসল ও বিভিন্ন জাতের প্রচুর শাকসবজি উৎপাদিত হয়। এসব ফসলী জমিতে পুষ্টি ঘাটতি পুরণ ও রোগ-পোকা দমনে মাত্রারিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয়। জৈব প্রযুক্তি যেমন- ভার্মিকম্পোষ্ট সার সম্পর্কে তারা অবগত ছিলেন না। ২০১৭ সালে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম- ফেজ ২ (এনএটিপি ২) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস কর্তৃক সংশ্লিষ্ট এসএএও এর সার্বিক দিক-নির্দেশনার মাধ্যমে হাকিমপুর সিআইজি পুরুষ (ফসল) সমবায় সমিতি লিঃ গঠন করা হয়। উক্ত সিআইজির ১০জন সদস্যকে পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি যেমন- ভার্মিকম্পোষ্ট সার, ট্রাইকো কম্পোষ্ট সার, ফেরোমন ফাঁদ ইত্যাদি সম্পর্কে প্রশিক্ষণ ও সিআইজি সভাপতি জনাব মোঃ অবায়দুল ইসলামকে একটি ভার্মিকম্পোষ্ট সার উৎপাদন শীর্ষক প্রদর্শণী প্রদান করা হয়। উক্ত সার ব্যবহার উপযোগী হলে তা তার সবজি ক্ষেতে ব্যবহ্নত হয়। উক্ত সবজি ক্ষেতে ফরন পুর্ববর্তী বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হয় এবং তিনি দ্বিগুণ মুনাফা অর্জন করেন। এই সাফল্য দেখে সিআইজির অন্যান্য সদস্যরা ভার্মিকম্পোষ্ট সার উৎপাদনে আগ্রহী হয় এবং নিজ নিজ উদ্যোগে সবার বাড়িতে ৩থেকে ৫টি করে রিং স্থাপন করে। উক্ত সার ব্যবহার উপযোগী হলে তা তাদের ফসলি ও সবজি ক্ষেতে ব্যবহার করে পুর্ববর্তী বছরের তুলনায় অধিক মুনাফা অর্জন করে লাভবান হন। এরপর তারা সবাই বাণিজ্যিকভাবে ভার্মিকম্পোষ্ট সার উৎপাদন, বিক্রয় ও কেঁচো বিক্রয় শুরু করেন। তাদের দেখাদেখি অন্যান্য কৃষক পরিবারও এই ভার্মিকম্পোষ্ট সার উৎপাদন ও ব্যবহার শুরু করেন। এভাবে হাকিমপুর গ্রাম একটি বাণিজ্যিক ভার্মিকম্পোষ্ট গ্রাম হিসেবে পরিচিতি লাভ করে। উক্ত গ্রামের সাফল্য দেখে দন্ডপাল ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জনাব মোঃ জামেদুল ইসলাম এডিপির অর্থায়নে ৯০০রিং বিতরণের ঘোষনা দেন এবং এরই মধ্যে ২০০রিং বিতরণ করা হয়েছে। এ বছর এডিপির অর্থায়ন সাপেক্ষে বাকি ৭০০রিং বিতরণ করা হবে। বাণিজ্যিক ভার্মিকম্পোষ্ট গ্রাম হিসেবে হাকিমপুর গ্রামের এ সাফল্য আশেপাশে ছড়িয়ে পড়েছে, যা অন্যদের নিকট একটি অনুকরণীয় দৃষ্টান্ত।