Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ

উপজেলা কৃষি অফিস, দেবীগঞ্জ,পঞ্চগড়।
 ০১৭১৮৬৪৬৬২০

০৫৬৫৪-৫৬০০৮

সড়ক পথে-

ঢাকা থেকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু জাতীয় মহাসড়ক পথে রংপুর পর্যন্ত এবং রংপুর থেকে ৩৫ কিলোমিটার আসলে সৈয়দপুর এবং সৈয়দপুর থেকে উত্তর মুখো হয়ে নীলফামারী জেলা এবং নীলফামারী জেলার ডোমার উপজেলা থেকে ০৬ কিঃমি পশ্চিম উত্তর দিকে আসলে দেবীগঞ্জ উপজেলা পরিষদ।

পঞ্চগড়- দেবীগঞ্জঃ

পঞ্চগড় থেকে জাতীয় মহাসড়ক পথে ২০কিঃমিঃ আসলে বোদা উপজেলা এবং বোদা থেকে পূর্ব দিকে ২০কিঃমিঃ আসলে দেবীগঞ্জ উপজেলা পরিষদ।

দিনাজপুর- দেবীগঞ্জঃ

 দিনাজপুর থেকে মহাসড়ক পথে ২০ কিঃমিঃ পথ আসলে বীরগঞ্জ উপজেলা, বীরগঞ্জ থেকে ১০ কিঃমি উত্তরে খানসামা, ১০ কিঃমিঃ উত্তরে ঝাড়বাড়ী নামক বাজার এবং ঝাড়বাড়ী থেকে পর্যায়ক্রমে ০৬ কিঃমি লক্ষ্মীনারায়নী,০২ কিঃমি ফুলবাড়ীবাজার, ০৪ কিঃমি কালীগঞ বাজার হয়ে সর্বমোট ৬৫কিঃমি (দিনাজপুর-দেবীগঞ্জ) পথ আসলে দেবীগঞ্জ উপজেলা পরিষদ।

বিমান  যোগাযোগ :

সৈয়দপুর বিমান বন্দর থেকে দূরত্ব ৫০ কি: মি: প্রায় সড়ক পথে। ঢাকা থেকে সৈয়দপুর রুটে বিমান বাংলাদেশ, ইউ.এস বাংলা ও নভো এয়ার এর প্রতিদিন ফ্লাইট রয়েছে।

রেল পথে যোগাযোগ :

দেবীগঞ্জ উপজেলা হতে সরাসরি রেল পথে ঢাকা যাওয়ার পথ নেই। নিকটবর্তী ডোমার উপজেলা রেল স্টেশন মাত্র ৬ কি: মি: দূরে। নীলসাগর ট্রেনে ঢাকা- ডোমারের সাথে যোগাযোগ আছে। ট্রেনের আসন তিন প্রকার এস,এস চেয়ার, ননএসি । ঢাকা থেকে ডোমারের উদ্দেশ্যে ছাড়ে সকাল- ১০.০০ টা,ডোমার থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে রাত ৮.০০ টা।